Class 8 Arts and Crafts Assignment Answer 2021

Class 8 Arts and Crafts Assignment 2021 has been published. The Directorate of Secondary and Higher Education DSHE have included ARTS AND CRAFTS Assignment as a 8th week assignment for Class 8 students. This assignment is also in the next week assignment.

Class 8 Students will complete the class 8 Assignment 2021 for Arts and Crafts assignment within the stipulated time and submit it to their school. Arts and Crafts Teacher will be evaluate the assignment and provide feedback. Besides, he/she will identify the weak points of the student and give instructions to solve them.

Arts and Crafts Assignment 2021

Class Eight 8th week Assignment 2021 has already been published. In the second week Arts and Crafts Subject Assignment, the students have been given the 2nd chapter of their Arts and Craft text book as assigned work. The 2nd chapter should be well read and practiced by the students. At the end of the exercise you have to write the answer to the assigned task or assignment. Detailed instructions about this are mentioned in the Assignment of Class 8 2021.

Along with the publication of class 8 Arts and Crafts Assignment, evaluation guidelines or rubrics have also been published. There are detailed instructions on how to evaluate teachers.

Arts and Crafts Assignment Download

Arts and Crafts Assignment should be downloaded from the website of the Directorate of Secondary and Higher Education. The assignment has already been uploaded in PDF format on the dshe.gov.bd website. If you want, you can also download the Arts and Crafts Assignment from the following options.

8th Week Assignment

৮ম শ্রেণির চারু ও কারুকলা এ্যাসাইমেন্টে এর ৮ম সপ্তাহের জন্য নির্ধারণ করা হয়েছে দ্বিতীয় অধ্যায়ের বাংলাদেশের অভ্যুদয়ে চারুশিল্প ও শিল্পীরা। এই অধ্যায়ের চারু ও কারুকলা ইনিস্টিটিউট, শহীদ মিনার ও ছয় দফা, আলপনা, নবান্ন ও বাংলা নববর্ষ এবং স্বাধীনতা ও বিপ্লবী চিত্রের মিছিল বিষয় বস্তু নির্ধারণ করা হয়েছে এ্যাসাইনমেন্টের বিষয় বস্তু হিসেবে।

নির্ধারিত কাজ: সার্বজনীন উৎসব হিসেবে বাংলা নববর্ষ উদযাপনের জন্য তোমার পরিবার/ এলাকায় কী ধরনের উৎসবের আয়োজন করতে পারবে তার একটি পরিকল্পনা কর।
সংকেট:
০১। বাংলা নববর্ষকে কেন সার্বজনীন উৎসব বলতে পারি-ব্যাখ্যা কর।
০২। বাংলা নববর্ষ কীভাবে উদযাপন কর?
০৩। তোমাদের এলাকায় বৈশাখী মেলা হয় কী না! হলে কী ধরনের পণ্য মেলায় বিক্রি হয়?

Class 8 Arts and Crafts Assignment for 8th Week

Class 8 Arts and Crafts Assignment Answer Solution

The content of Class 8 Arts and Crafts Assignment has been selected from your text book. The 2nd chapter of your textbook is scheduled for the 8th week. So you will read the scheduled chapter of your text book well. At the end of the reading and practice will create assignments for the topics assigned to your assignment. In this case, you will create the assignment the way you have learned without copying the assignment of others.

১। বাংলা নববর্ষকে সার্বজনীন উৎসব বলার কারণ ব্যাখ্যা করা হলঃ 

 “হে নূতন, এসাে তুমি সম্পূর্ণ গগন পূর্ণ করি/পুঞ্জ পুঞ্জ রূপে” - রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক এইভাবেই বাংলা বছরের নতুন দিনকে আহ্বান জানিয়েছেন। দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস গড়িয়ে আসে পহেলা বৈশাখ। চৈত্র অবসানে বর্ষ হয় শেষ। আসে নতুন বছর নববর্ষ। পৃথিবীর সর্বত্রই নববর্ষ একটি ‘ট্রাডিশন’ বা প্রচলিত সংস্কৃতিধারা। আদিকাল থেকেই যে কোনাে বছরের প্রথম দিনটি ‘নববর্ষ’ নামে পরিচিত হয়ে আসছে। বাঙালির নববর্ষ এক অনন্য বৈশিষ্ট্যময় উৎসব । কেননা পৃথিবীতে প্রচলিত অধিকাংশ বর্ষপঞ্জির উৎপত্তি কোনো না কোনো ধর্মের সঙ্গে সম্পর্কিত । কিন্তু বাংলা নববর্ষের সঙ্গে ধর্মীয় অনুষঙ্গ নেই। মূলত কৃষিকাজ ও খাজনা সংগ্রহের ব্যবস্থাকে ঘিরে এর প্রচলন । পরে এর সঙ্গে যুক্ত হয় ব্যবসা-বাণিজ্যের দেনা-পাওনার হিসাব মেটানো । দিনে দিনে পহেলা বৈশাখ হয়ে ওঠে এক সার্বজনীন সাংস্কৃতিক আনন্দ উৎসব। নববর্ষ কোন নির্দিষ্ট জাতি বা গোত্রের জন্য নয়। বরং এটি সবার জন্য। 

২। বাংলা নববর্ষ যেভাবে উদযাপন করা হয়ঃ

পহেলা বৈশাখ বাংলার জনসমষ্টি অতীতের সুখ-দুঃখ ভুলে গিয়ে নতুনের আহ্বানে সাড়া দিয়ে ওঠে। জানে এ নতুন অনিশ্চিতের সুনিশ্চিত সম্ভাবনায় পরিপূর্ণ। তাই মন সাড়া দেয়, চঞ্চল হয়। নতুনকে গ্রহণ করার প্রস্তুতি নেয়। আর সে দিন প্রাত্যহিক কাজকর্ম ছেড়ে দিয়ে ঘরবাড়ি ধুয়ে মুছে পরিষ্কার করে। আটপৌরে জামা কাপড় ছেড়ে ধােপদুরস্ত পােশাক-পরিচ্ছদ পরে, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করে পানাহারে মেতে ওঠে। রমনার বটের তলায় জড়াে হয়ে গান গায়, হাততালি দেয়। সবকিছু মিলে দেশটা যেন হয়ে ওঠে উৎসবে আনন্দে পরিপূর্ণ। এছাড়াও এদেশের স্থানীয় কতকগুলাে অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষের বৈশিষ্ট্যসমূহ ফুটে ওঠে। যেমন : মেঘের কাছে জল ভিক্ষা করা’, ‘বার্ষিক মেলা’, ‘পুণ্যাহ’, ‘হালখাতা' ইত্যাদি।

নববর্ষের উৎসব গ্রামীণ জীবনের সঙ্গে ওতপ্রােতভাবে জড়িত, ফলে গ্রামের সাধারণ মানুষের কাছে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। নববর্ষে পল্লি অঞ্চলের কোথাও কোথাও বেশ বর্ণাঢ্য মেলা বসে। মেলার বিচিত্র আনন্দ-অনুষ্ঠানে, কেনা-বেচার বাণিজ্যিক লেনদেনে, মিলনের অমলিন খুশিতে, অবারিত আন্তর প্রীতির স্পর্শে নববর্ষের বিশেষ দিনটি মুখর হয়ে ওঠে। এই পুণ্য দিনেই শুরু হয় ব্যবসায়ীদের হালখাতার শুভ মহরত। প্রায় প্রতি বিক্রয়প্রতিষ্ঠানেই ক্রেতাদের মিষ্টান্ন সহযােগে আপ্যায়ন করা হয়। সর্বত্রই এক মধুর প্রীতিপূর্ণ পরিবেশ। এ ছাড়া দরিদ্র ভােজনে, নৃত্য-গীতে, সভা-সমিতিতে, আনন্দে-উৎসবে বছরের প্রথম দিনটি মহিমােজ্জ্বল হয়ে ওঠে। গৃহস্থরাও নানাবিধ অনুষ্ঠানব্রতে পুণ্য দিনটিকে স্মরণীয় করায় মেতে ওঠে। পল্লির কোথাও কোথাও রচিত হয় নববর্ষ উদযাপনের উৎসব-মঞ্চ। সেখানে অনুষ্ঠিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। 

৩। নববর্ষকে উৎসবমুখর করে তােলে বৈশাখী মেলা। এটি মূলত সার্বজনীন লােকজ মেলা। এ মেলা অত্যন্ত আনন্দঘন পরিবেশে হয়ে থাকে। আমাদের এলাকাতেও বৈশাখী মেলা হয়ে থাকে। স্থানীয় কৃষিজাত দ্রব্য, কারুপণ্য, লােকশিল্পজাত পণ্য, কুটির শিল্পজাত সামগ্রী, সকলপ্রকার হস্তশিল্পজাত ও মৃৎশিল্পজাত সামগ্রী এই মেলায় পাওয়া যায়। এছাড়া শিশু-কিশােরদের খেলনা, মহিলাদের সাজ-সজ্জার সামগ্রী এবং বিভিন্ন লােকজ খাদ্যদ্রব্য যেমন : চিড়া, মুড়ি, খই, বাতাসা ইত্যাদি, বিভিন্ন প্রকার মিষ্টি প্রভৃতির বৈচিত্র্যময় সমারােহ থাকে। মেলায় বিনােদনেরও ব্যবস্থা থাকে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লােকগায়ক ও লােকনর্তকদের উপস্থিতি থাকে। তারা যাত্রা, পালাগান, কবিগান, জারিগান, গাজীর গানসহ বিভিন্ন ধরনের লােকসঙ্গীত, বাউল-মারফতি-মুর্শিদি-ভাটিয়ালি ইত্যাদি বিভিন্ন আঞ্চলিক গান পরিবেশন করেন। লাইলী-মজনু, ইউসুফ-জোলেখা, রাধা-কৃষ্ণ প্রভৃতি আখ্যানও উপস্থাপিত হয়। চলচ্চিত্র প্রদর্শনী, নাটক, পুতুলনাচ, নাগরদোলা, সার্কাস ইত্যাদি মেলার বিশেষ আর্কষণ। এছাড়া শিশু-কিশােরদের আকর্ষণের জন্য থাকে বায়ােস্কোপ।

আজ উৎসবের অঙ্গে যুগ-পরিবর্তনের ছাপ স্পষ্ট। উৎসবে যেখানে একদা হৃদয়-আবেগের প্রাধান্য ছিল, ছিল প্রীতিময় আন্তরিকতা, আজ কৃত্রিমতা তাকে গ্রাস করেছে। সেখানে হৃদয়হীন আচার-অনুষ্ঠানের মাতামাতি। চোখ-ঝলসানাে চাকচক্য আজ উৎসবের বৈশিষ্ট্য। নাগরিক সভ্যতার যান্ত্রিকতা আজ আমাদের হৃদয়-ঐশ্বর্য লুণ্ঠন করেছে। 

Your Arts and Crafts teacher will evaluate your assignment and give his/her opinion. If you copy your assignment from someone else, your teacher will not evaluate your assignment and will instruct you to prepare a new assignment. You are also likely to get low marks in Arts and Crafts Subject.

But if you want, you can take the help of any of your teachers, classmates or family members. Make your assignment neatly, submit it to the school with the cover page and accept the next assignment.

Category: 

Zircon - This is a contributing Drupal Theme
Design by WeebPal.